অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের জামিন খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি : খুনের মামলায় অস্বস্তি সুশীল কুমারের। বুধবার তাঁর জামিন বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গেই একসপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগিরকে। উল্লেখ্য, জুনিয়র কুস্তিগির সাগর ধনখড়কে খুনের অভিযোগে প্রায় সাড়ে তিন বছর ধরে জেলে বন্দি ছিলেন তিনি। গত মার্চে তাঁকে জামিন দিয়েছিল দিল্লি হাই কোর্ট। এবার সেই জামিন বাতিল করে দিল শীর্ষ আদালত।

২০২১ সালে দিল্লির ছত্রসল স্টেডিয়ামে জুনিয়র কুস্তি চ্যাম্পিয়ন সাগর ধনখড়কে হত্যার অভিযোগ উঠেছিল অলিম্পিক পদকজয়ীর বিরুদ্ধে। ৪ মার্চ দিল্লি হাই কোর্ট সুশীলকে জামিনে মুক্তি দেয়। কিন্তু বুধবার সেই জামিন খারিজ করে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

খুনের পর থেকেই পলাতক ছিলেন ভারতের ইতিহাসে অন্যতম সফল ক্রীড়াবিদ। কিন্তু শেষরক্ষা হয়নি। কয়েকদিনের মধ্যেই তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সুশীলকে সাময়িকভাবে পুলিশি হেফাজতে রাখা হলেও পরবর্তীকালে তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। ২০২২ সালের অক্টোবর মাসে খুনের মামলায় চার্জ গঠন হয় সুশীলের বিরুদ্ধে।

সুশীল-সহ মোট ১৭ জনের নাম ছিল মামলার চার্জশিটে। এরপর থেকে প্রায় সাড়ে তিন বছর জেলেই কেটেছে সুশীলের। কিন্তু গত মার্চে দিল্লি হাই কোর্টে তাঁকে জামিন দেওয়া হয় ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে। এবার সুপ্রিম কোর্ট সেই জামিন বাতিল করে দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 3 =