কলকাতা : শিয়ালদহ স্টেশন সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক যুবক গ্রেফতার হয়েছে। জানা গিয়েছে, ধৃত যুবকের নাম পঙ্কজ বিশ্বাস ওরফে মিষ্টি। ধৃতের বাড়ি পটারি রোড এলাকায়।
জানা গিয়েছে, বুধবার ভোরের দিকে শিয়ালদহ স্টেশনের কাছে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন পুলিশকর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি ধরা পড়ে। তল্লাশিতে তার জামার ভিতর থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। ওই যুবককে গ্রেফতার করা হয়। কী উদ্দেশ্যে শিয়ালদহ স্টেশনের কাছে ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
সকাল সাড়ে পাঁচটার পর এক যুবককে ওই রাস্তা দিয়ে হনহনিয়ে যেতে দেখেন পুলিশ কর্মীরা। সন্দেহ হওয়ায় তাঁকে দাঁড়াতে বলেন পুলিশ কর্মীরা। ওই যুবক পুলিশকে দেখে ছুটতে শুরু করে। ওই এলাকায় মাঝেমধ্যেই মোবাইল চুরির অভিযোগ ওঠে। ওই যুবকের পরণের টি-শার্টের নিচে কিছু একটা লুকানো রয়েছে, তেমন আন্দাজও করেছিলেন পুলিশ কর্মীরা। মোবাইল চোর সন্দেহে ওই যুবককে ধাওয়া করেন পুলিশ কর্মীরা। রীতিমতো তাড়া করে পুলিশ ওই যুবককে ধরা হয়।

