প্রায় দুই হাজার কোটির ক্ষতি; ৩১৬টি রাস্তা বন্ধ, দুর্যোগ থামছেই না হিমাচলে

শিমলা : প্রকৃতির রোষে এবার বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বর্ষার মরশুমে প্রায় দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে হিমাচলে; ৩১৬টি রাস্তা বন্ধ রয়েছে, এমতাবস্থায় দুর্যোগ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না হিমাচলে।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট পর্যন্ত হিমাচলের তিন থেকে পাঁচটি জেলার বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

আগামী ২৪ ঘণ্টায় কাংড়া, মান্ডি এবং সিরমৌর জেলায়, বুধবার কাংড়া, কুল্লু, মান্ডি এবং সিরমৌর জেলায় এবং বৃহস্পতিবার কাংড়া, কুল্লু, মান্ডি, শিমলা এবং সিরমৌর জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে। উল্লেখ্য, হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত ২,০০৭ কোটি টাকার ক্ষতি হয়েছে, ৫৮টি হড়পা বান, ৩০টি মেঘভাঙা বৃষ্টি এবং ৫৪টি বড় ভূমিধসের ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =