দুই দশক পরে এশিয়ান কাপে ভারত

ভারতীয় ফুটবলকে বাঁচিয়ে রাখছেন মহিলারাই, একথা বললে ভুলের কিছু হবে না। আরও একবার ইতিহাসে নাম লেখালেন ভারতের মেয়েরা। অনুর্ধ্ব-২০ এশিয়ান কাপে যোগ্যতা অর্জন করল ভারতের মহিলা ফুটবল দল। রবিবার ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে আয়োজক দেশ মায়ানমারকে ১-০ গোলে হারাল ভারত।

এদিন গ্রুপ ডি’র ম্যাচে আয়োজক দেশ মায়ানমারের মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচের একমাত্র গোলটি করেন পূজা। ২৭ মিনিটে প্রতি আক্রমণে নেহার ক্রসে পুজার হাঁটুতে লেগে বল জালে জড়িয়ে যায়। এই জয়ের ফলে গ্রুপের শীর্ষস্থানে রয়েছে ভারত। ২০২৬ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপে খেলবে ব্লু-টাইগ্রেসরা।

শেষবার ২০০৬ সালে ভারতের জুনিয়র মহিলা দল এশিয়ান কাপে খেলেছিল। গত মাসে ভারতের সিনিয়র মহিলা ফুটবল দলও এএফসি এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। সঙ্গীতা-রিম্পাদের পথই অনুসরণ করলেন পুজা-নেহারা। ভারতের জুনিয়র মেয়েদের জন্য পুরস্কার ঘোষণা এআইএফএফ -এর। ২৫ হাজার ডলারের পুরস্কার ঘোষণা ফেডারেশনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 7 =