ভারতের ক্রিকেটে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইংল্যান্ড সফরের আগে তিনি লাল বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এর ছয় মাস আগে ‘হিট ম্যান’ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সংক্ষিপ্ত ফরম্যাট থেকেও বিদায় নেন। ফলে প্রশ্ন উঠেছে;রোহিত কি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন? এর উত্তর এখনো নিশ্চিত নয়। তবে সম্প্রতি আইসিসি’র একটি পোস্টার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।
পরের বছর ইংল্যান্ডে টিম ইন্ডিয়া খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ ১৪ জুলাই এজবাস্টনে, দ্বিতীয় ম্যাচ ১৬ জুলাই, আর তৃতীয় ওয়ানডে হবে ১৯ জুলাই। এর আগে ১ জুলাই থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আইসিসি এই দুই সিরিজের প্রচারে একটি পোস্টার প্রকাশ করেছিল, যেখানে হ্যারি ব্রুকের সঙ্গে দেখা যায় রোহিত শর্মার ছবি। যেহেতু তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, তাই সিরিজের পোস্টারে তাঁর উপস্থিতি অনেককেই বিস্মিত করেছে।
পোস্টারে রোহিতের ছবি থাকায় ধারণা করা হচ্ছে, অন্তত আগামী বছর ওডিআই ফরম্যাটে তিনি ভারতের অধিনায়ক হিসেবে খেলবেন। যদিও আইসিসি পরে পোস্টারটি সরিয়ে নিয়েছে, তবু এর মধ্যেই সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। তাদের মতে, এটি হয়তো ইঙ্গিত দিচ্ছে যে রোহিতকে এখনই ওডিআই নেতৃত্ব থেকে সরানোর কোনো পরিকল্পনা নেই।
ইংল্যান্ড সফরের আগে ভারতের নতুন প্রধান কোচ গৌতম গম্ভীরও রোহিতের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি বলেছিলেন, ত™ারফর্ম করতে পারলে বয়স কেবল একটি সংখ্যা মাত্র।দ এই মন্তব্যে অনেকে মনে করছেন, রোহিত যদি ফিট থাকেন এবং ধারাবাহিকভাবে ভালো খেলেন, তবে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তিনিই দলের অধিনায়ক থাকতে পারেন।
নেটিজেনদের একাংশের মতে, আসন্ন ইংল্যান্ড ওডিআই সিরিজ রোহিতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিনি এই সিরিজকে বড় লক্ষ্য বানাতে পারেন। ভালো পারফরম্যান্স করলে গম্ভীরের পরিকল্পনায় তিনি অধিনায়ক হিসেবেই থেকে যেতে পারেন। তবে এর জন্য তাঁকে শারীরিকভাবে প্রস্তুত থাকতে হবে এবং ধারাবাহিক ফর্ম বজায় রাখতে হবে।
সব মিলিয়ে, রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা এখনও শেষ নয় বলে মনে করা হচ্ছে। যদিও টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন, ওডিআই ফরম্যাটে তাঁর নেতৃত্ব ও অভিজ্ঞতা ভারতের কাছে এখনো বড় সম্পদ। ইংল্যান্ড সফরে তাঁর পারফরম্যান্সই হয়তো নির্ধারণ করবে, তিনি ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার নেতৃত্বে থাকবেন কি না। বর্তমানে ক্রিকেট মহল ও সমর্থকদের নজর সেই দিকেই।

