কলকাতা : শনিবার নবান্ন অভিযানে আহত হন অভয়ার মা। অভিযোগ করেন, তাঁকে পুলিশ মেরেছে। অভিযোগ, হেনস্থার শিকার হন আরজি করের নির্যাতিতার বাবাও।
রবিবার সকালে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানান, নির্যাতিতর মা কীভাবে আহত হলেন, তদন্ত করে দেখছে পুলিশ। তাঁর পরিবারের তরফে অভিযোগ এলেও তদন্ত হবে, অভিযোগ না এলেও তদন্ত করে দেখা হবে বলে জানান সিপি।
পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে এদিন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, আরজি করের ওই ছাত্রীর মা যে অভিযোগ করছেন, কী হলো, কী ভাবে হলো, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সত্যি কি মিথ্যা, তা দেখা হচ্ছে। তাঁদের তরফে অভিযোগ এলে তদন্ত করা হবে। অভিযোগ না পেলেও আমরা তদন্ত করব।

