ডায়মন্ড হারবার : নেশার টাকার জন্য বাবাকে নির্মম ভাবে খুন করল ছেলে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার-২ ব্লকের শুকদেবপুর গ্রামে শনিবার গভীর রাতে ঘটেছে এই চাঞ্চল্যকর ঘটনা।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সুপ্রিয় বৈদ্য দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত। প্রায়ই বাবার কাছে টাকা চাইত। শনিবার রাতেও টাকা চেয়েছিল। দিতে অস্বীকার করায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনেরঅভিযোগ হরেন্দ্রনাথ বৈদকে(৬৫)।
হত্যার পর বাবার মৃতদেহ বাড়ির উঠোনে ফেলে রেখে ঘুরে বেড়ায় সুপ্রিয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে পাঠায়।
ঘটনাস্থল থেকেই গ্রেফতার হয় অভিযুক্ত ছেলেকে। নেশা আবারও কেড়ে নিল এক পরিবার, ভেঙে দিল রক্তের সম্পর্কের বন্ধন।

