বহরমপুর যাওয়ার পথে নয়ানজুলিতে পড়ল বাস, জখম কমপক্ষে ১০ জন

বহরমপুর : ডোমকলের দিক থেকে বহরমপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই বেসরকারি বাস। শনিবার সকালে ডোমকলের কলাবাড়িয়ায় রাস্তার পাশের একটি নয়ানজুলিতে উল্টে যায় বাসটি। দুর্ঘটনায় জখম হয়েছেন কমপক্ষে ১০ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই বেসরকারি বাসটি যাত্রী নিয়ে ভায়া জলঙ্গি, ডোমকল হয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল। ডোমকলের কলাবাড়িয়ার কাছে পৌঁছনোর পরেই একটি গাড়িকে ওভারটেক করতে যায় বাসটি। আর সেই সময়ই উল্টো দিক থেকে চলে আসে অপর একটি গাড়ি। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নয়ানজুলিতে উল্টে যায়।

দুর্ঘটনার শব্দ শুনে তড়িঘড়ি ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তাঁরাই বাসের জানালা দিয়ে, কাচ ভেঙে বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ঘটনায় জখম হয়েছেন অন্তত ১০ থেকে ১৫ জন। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতরভাবে জখম থাকতে পারে। তাঁদের আপাতত ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 15 =