বাংলাদেশের পর বাতিল শ্রীলঙ্কা সফরও, দীর্ঘ বিরতিতে রো- কো জুটি

ভারতীয় ক্রিকেটপ্রেমীরা দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছেন বিরাট কোহলি ও রোহিত শর্মাকে আন্তর্জাতিক ক্রিকেটে ফের দেখার জন্য। কিন্তু সেই অপেক্ষা আরও দীর্ঘ হতে চলেছে। ইংল্যান্ড সফর শেষে অনেকে ভেবেছিলেন, এশিয়া কাপের আগে হয়তো রো-কো জুটির প্রত্যাবর্তন হবে। কিন্তু বাস্তবে মিলল খানিকটা হতাশার খবর।

আগস্টে বাংলাদেশের মাটিতে সাদা বলের সিরিজে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও বাংলাদেশ। সিরিজটি নিয়ে শুরু থেকেই কিছুটা অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো;বাংলাদেশ সফর আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরিবর্তে শোনা যাচ্ছিল, ভারত শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে যাবে। সেই সিরিজই হতে পারত রোহিত-কোহলির কামব্যাকের মঞ্চ। কিন্তু হতাশার বিষয়, সেই শ্রীলঙ্কা সফরও বাতিল হয়ে গেল।

এখন পরিষ্কার, এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে খেলতে দেখা গেলেও রোহিত বা কোহলিকে দেখা যাবে না। কারণ এবারের এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে হবে, যেখানে তারা অংশ নিচ্ছেন না। ফলে প্রায় দু’মাস আন্তর্জাতিক মঞ্চে দেখা মিলবে না ভারতের দুই তারকা ক্রিকেটারের।

তাহলে তাদের কামব্যাক কবে? সূচি অনুযায়ী, চলতি বছরের ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজেই ফের ব্যাট হাতে নামবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। অর্থাৎ ইংল্যান্ড সফরের পর প্রায় তিন মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরবেন তারা।

শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ার পেছনে কারণও স্পষ্ট। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের দীর্ঘ টেস্ট সিরিজ খেলার পর ভারতীয় দলের অনেক সিনিয়র ক্রিকেটার বিসিসিআইকে বিশ্রামের অনুরোধ করেছিলেন। বোর্ডও তা মেনে নেয়, কারণ এশিয়া কাপের পর থেকেই টানা সিরিজ রয়েছে ভারতের সূচিতে। সামনে ঘনঘন ম্যাচ থাকায় খেলোয়াড়দের শারীরিক ও মানসিক সতেজতা ধরে রাখা জরুরি। সেই কারণে আগস্টে আর কোনও আন্তর্জাতিক সিরিজ রাখা হয়নি।

সব মিলিয়ে, ভারতীয় সমর্থকদের এখন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত, যখন রোহিত-কোহলিকে আবার মাঠে নামতে দেখা যাবে। যদিও এই সময়ে ভারতীয় দল খেলবে, কিন্তু তাদের ছাড়া;যা ভক্তদের কাছে কিছুটা শূন্যতা রেখে যাবে। আগামী অস্ট্রেলিয়া সফরই হবে তাদের জন্য বড় মঞ্চে প্রত্যাবর্তনের দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =