নয়াদিল্লি : অভিনেত্রী হুমা কুরেশির পরিবারে শোকের ছায়া। দুষ্কৃতীদের হাতে “খুন” হয়েছেন তাঁর সম্পর্কিত দাদা আসিফ কুরেশি। দিল্লির নিজামউদ্দিনে পার্কিং সংক্রান্ত বিষয়ে বচসার জেরে বৃহস্পতিবার রাতে আসিফকে “খুন” করে দুই দুষ্কৃতী। ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত অস্ত্রটি।
গাড়ি রাখা নিয়ে বিবাদের জেরে এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। দিল্লির নিজামুদ্দিন এলাকায় আসিফের বাড়ির সামনে বৃহস্পতিবার রাতে দু’জন মোটরবাইক রেখেছিল। আসিফ তাদের মোটরবাইক সরিয়ে রাখার অনুরোধ করেন। শুরু হয় তর্ক। প্রথমে ওই দু’জন চলে গেলেও পরে তাদের মধ্যে একজন ফিরে আসে।
ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় আসিফকে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জানান, মৃত্যু হয়েছে আসিফের। পুলিশ ওই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে অস্ত্র।

