নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ঘিরে মঙ্গলবার শুরুতেই তৈরি হয় উত্তেজক পরিস্থিতি। বিচারপতি সঞ্জয় করোল এবং প্রশান্ত কুমার মিশ্রর ডিভিশন বেঞ্চ সওয়াল শুরু হওয়ার আগেই এক সরাসরি প্রশ্ন ছুঁড়ে দেন উভয় পক্ষের আইনজীবীদের উদ্দেশে। সেই প্রশ্নেই কোর্টরুমে মুহূর্তে চাঞ্চল্য ছড়ায়।
বেঞ্চের তরফে বিচারপতি করোল বলেন, “মামলার নির্যাসে যাওয়ার আগে আমরা একটা বিষয় পরিষ্কার করতে চাই। হাইকোর্টের রায়ে ‘ফান্ডামেন্টাল রাইট’ শব্দবন্ধটি উঠে এসেছে। ডিএ-কে আদৌ কি মৌলিক অধিকার হিসেবে ধরা যায়? এই প্রশ্নে আপনাদের অবস্থান কী?”
এই প্রশ্নের জবাবে রাজ্যের আইনজীবীথ সাফ জানিয়ে দেন, ডিএ কোনওভাবেই মৌলিক অধিকার নয়। বরং রাজ্যের আর্থিক সামর্থ্যের ওপর নির্ভর করে তার পরিমাণ। অন্যদিকে, রাজ্য সরকারি কর্মীদের তরফে আইনজীবী জানান, ডিএ হল আইনানুগ অধিকার। এটি দীর্ঘদিন ধরে প্রাপ্য হিসেবেই গণ্য হয়ে এসেছে।
বিচারপতির প্রাথমিক প্রশ্ন ও উভয় পক্ষের পাল্টা বক্তব্যের পরেই শুরু হয় মূল সওয়াল-জবাব পর্ব। মামলার রায় কোন পথে মোড় নেয়, সে দিকেই এখন নজর গোটা রাজ্যের সরকারি কর্মীদের।

