নয়াদিল্লি : গালওয়ান উপত্যকায় সংঘর্ষ প্রসঙ্গে মন্তব্য করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এজি মাসিহের ডিভিশন বেঞ্চ তাঁর বক্তব্যকে ঘিরে প্রশ্ন তোলে। যদিও আদালত আপাতত ওই মামলার বিচার প্রক্রিয়া স্থগিত রেখেছে।
রাহুল গান্ধী তাঁর দাবি করেছিলেন, ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর চিন নাকি ভারতের ২ হাজার বর্গ কিমি জমি দখল করে নিয়েছে। সেই মন্তব্যের ভিত্তিতেই মানহানির মামলা দায়ের হয় কংগ্রেস সাংসদের বিরুদ্ধে।
সেই সওয়ালের ভিত্তিতে শীর্ষ আদালত জানায়, এহেন মন্তব্য করার হলে সেটা সংসদে না করে কেন সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন রাহুল? বাকস্বাধীনতা থাকলেই তার অপব্যবহার করা যায় না। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং এজি মাসিহ ভর্ৎসনা করে বলেন, আপনি কি ওখানে ছিলেন? কোনও প্রমাণ রয়েছে? প্রমাণ ছাড়াই এহেন মন্তব্য কেন করেছেন? যদি প্রকৃত ভারতীয় হতেন, তাহলে এসব বলতেন না।

