বেঙ্গালুরু : মাঝ আকাশে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স-২৭১৮ বেঙ্গালুরু-কলকাতা উড়ানে বিপত্তি। রবিবার সন্ধ্যায় বিমানটি ওড়ার দেড় ঘণ্টার মাথায় বিমানের যাত্রীদের আচমকা সমস্যার কথা জানানো হয়।
বিমানটি কলকাতা অভিমুখে না এনে পাইলট ওই বিমান বেঙ্গালুরু ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা জানান। যাত্রীদের জানানো হয়, বিমানে কিছু সমস্যা দেখা দিয়েছে। কলকাতায় অবতরণ সম্ভব নয়। বেঙ্গালুরু বিমানবন্দরের কাছাকাছি পৌঁছে বিমানটি দীর্ঘক্ষণ আকাশে চক্কর কাটে।
জানা গেছে, এই ঘটনায় যাত্রীদের অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। বিমানের যাত্রীদের নামিয়ে এনে টার্মিনালে রাখা হয়। ওই বিমানটি রাতে আর আকাশে ওড়েনি। রবিবার মধ্যরাতে অন্য একটি বিমানে করে যাত্রীদের কলকাতা আনার ব্যবস্থা করেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কর্তৃপক্ষ।

