শিবু সোরেনের প্রয়াণে শোকের আবহ ঝাড়খণ্ডে, ৩-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

রাঁচি : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান শিবু সোরেনের প্রয়াণে শোকের আবহ ঝাড়খণ্ডে। শিবু সোরেনের প্রয়াণে ঝাড়খণ্ডে ৩-দিনের জন্য রাষ্ট্রীয় শোকের ঘোষণা করা হয়েছে। ঝাড়খণ্ড বিধানসভায় সোমবার অর্ধনমিত থাকে জাতীয় পতাকা। রাজ্য সরকারের পক্ষ থেকে ৩-দিনের জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

২০০৫ সালে প্রথম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছিলেন শিবু। ১০ দিনের জন্য ওই পদে ছিলেন। পরে ২০০৮ থেকে ২০০৯ সাল পর্যন্ত এবং ২০০৯ থেকে ২০১০ সাল পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। ঝাড়খণ্ডের রাজনীতিতে প্রথম থেকে ‘গুরুজি’ নামেই পরিচিত ছিলেন শিবু।

ঝাড়খণ্ড আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি। মূলত তাঁর আন্দোলনের জেরেই ২০০০ সালে বিহার ভেঙে আলাদা রাজ্যের স্বীকৃতি পায় ঝাড়খণ্ড। কেন্দ্রের কয়লামন্ত্রীর পদে দায়িত্ব সামলেছেন শিবু। পরে কয়লা কেলেঙ্কারিতেও তাঁর নাম জড়িয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =