মুম্বই : হোস্টেলের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল আইআইটি বোম্বের এক পড়ুয়া। শনিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। ঘটনার পরই ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু প্রাণে বাঁচানো যায়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে।
মুম্বই পুলিশ জানিয়েছে, শনিবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ হোস্টেলের বিল্ডিং থেকে ঝাঁপ দেয় আইআইটি বোম্বের ২২ বছর বয়সী এক পড়ুয়া।
তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে। ওই পড়ুয়ার বাড়ি দিল্লিতে। কেন ওই পড়ুয়া আত্মঘাতী হল, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।

