জমে গেল ওভাল টেস্ট

ওভাল টেস্টে কামব্যাক করল ভারত। প্রথম ইনিংস ২২৪ রানে গুটিয়ে যাওয়ার পর যেভাবে ইংল্যান্ড শুরু করেছিল। ওভারে ছয়ের উপর রান তুলছিল।
ইংল্যান্ডের প্রথম উইকেট পড়ে ৯২ রানের মাথায়। যখন আউট হন বেন ডাকেট। তিনি ৩৮ বলে ৪৩ করে যান। তাঁকে ফেরান আকাশদীপ। তবে জ্যাক ক্রলি অর্ধশতরান করেছেন। ৫৭ বলে ৬৪ করে তিনি প্রসিধ কৃষ্ণার শিকার। ১২৯/‌২ থাকা দল বৃষ্টিতে খেলা বন্ধের আগে অবধি তুলেছিল আট উইকেটে ২৪২। ইংরেজরা সাকুল্যে এগিয়ে ছিল ১৮ রানে। বৃষ্টির পর খেলা শুরু হতেই মহম্মদ সিরাজ বোল্ড করে দেন হ্যারি ব্রুককে (‌৫৩)‌।

এটা ঘটনা জ্যাক ক্রলি ফিরতেই একের পর এক উইকেট পড়তে থাকে ব্রিটিশদের। অধিনায়ক অলি পোপ (‌২২)‌, জো রুট (‌২৯)‌ সেট হয়েও রান পাননি। তবে হ্যারি ব্রুক ৫৩ করে যান। ভারতের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। আকাশদীপের সংগ্রহে একটি।

জবাবে ভারতের সংগ্রহ দিনের শেষে ২ উইকেটে ৭৫। টিম ইন্ডিয়া এই মুহূর্তে এগিয়ে ৫২ রানে। অর্ধশতরান করেছেন যশস্বী।

এদিকে, ফের স্লেজিং। এবার ওভাল টেস্টে। ওভালে ইংল্যান্ডের ইনিংসের শুরু থেকেই বেন ডাকেটের সঙ্গে লেগে গিয়েছিল আকাশদীপের। সেই আকাশদীপের বলেই আউট হয়েছেন ডাকেট। আউট করার পর কি তাঁকে বিদ্রুপ করেছেন আকাশদীপ? যে ভাবে তাঁর গলা জড়িয়ে ধরে তাঁকে আকাশদীপ ‘বিদায়’ জানিয়েছেন তাতে তেমনটাই মনে করছেন ধারাভাষ্যকারেরা। এই কাজের জন্য জরিমানার মুখে পড়তে পারেন বাংলার পেসার।

শুরুটা হয় আকাশদীপের তৃতীয় ওভারে। তাঁর একটা বল ক্রিজ ছেড়ে বেরিয়ে মারার চেষ্টা করেন ডাকেট। ব্যাটে,বলে হয়নি। আকাশদীপ ডাকেটের কাছে গিয়ে কিছু একটা বলেন। ডাকেটও জবাব দেন। আকাশদীপের পরের বলেই রিভার্স ßুñপে চার মারেন তিনি।

তার পর থেকে দুই ক্রিকেটারের লড়াই চলছিল। মাঝে মাঝেই আকাশদীপের বল ক্রিজ ছেড়ে বেরিয়ে মারার চেষ্টা করছিলেন ডাকেট। কোনও বল লাগছিল। কোনওটা লাগছিল না। একটা বল ডাকেটের প্যাডে লাগলে এলবিডব্লিউয়ের আবেদন করেন আকাশদীপ। আম্পায়ার আউট না দিলে শুভমন গিলকে রিভিউ নেওয়ার জন্য জোর করেন। দেখা যায়, বল উইকেটের উপর দিয়ে যাচ্ছে। আকাশদীপের পরের ওভারেই তিনটে চার মারেন ডাকেট।

৩৮ বলে ৪৩ রান করে আকাশদীপের বলে আরও এক বার রিভার্স ßুñপ মারার চেষ্টা করেন ডাকেট। এ বার বল ব্যাটের কানায় লাগে। উইকেটরক্ষক ধ্রুব জুরেল ক্যাচ ধরেন। ৩৮ বলে ৪৩ রান করে আউট হন ডাকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =