বিষ্ণুপুর : দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে লক্ষ লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোনারপুরের বাসিন্দা সমীর মণ্ডল ১ এপ্রিল টেকনিশিয়ান পরিচয় দিয়ে হাসপাতালে প্রবেশ করে এবং দামি ল্যাপারোস্কোপিক সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। চার মাস ধরে তদন্তের পর, বুধবার সোনারপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তার বাড়ি থেকে চুরি হওয়া জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, সমীর এর আগে কালনা এবং ডোমকল হাসপাতালে একইভাবে চুরি করেছিল এবং সেই জিনিসপত্র বিক্রিও করেছিল। তবে, বিষ্ণুপুর থেকে চুরি হওয়া সরঞ্জাম বিক্রি করতে ব্যর্থ হয় সে। বৃহস্পতিবার তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করা হয় এবং ছয় দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়।
শুক্রবার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) মাকসুদ হাসান জানিয়েছেন, তদন্তে উঠে এসেছে হাসপাতালে আগের চুরির সঙ্গেও সে জড়িত ছিল।

