লখনউয়ের দায়িত্ব নিলেন নাইট কোচ

একটা দীর্ঘ সময় ভারতীয় দলের বোলিং কোচ ছিলেন। তাঁর সময়েই একঝাঁক পেসার উঠে আসে। বিদেশের মাটিতেও টেস্ট সিরিজে কামাল করেছে ভারতীয় দল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ছিলেন সেই ভরত অরুণ। একদিন আগেই হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে বিদায় করেছে কলকাতা নাইট রাইডার্স। ভরত অরুণেরও ছাড়ার সম্ভাবনা ছিল। শোনা যাচ্ছিল, চেন্নাই সুপার কিংসে যোগ দেবেন তিনি। তবে ধোনি নয়, ঋষভ পন্থের টিমে যোগ দিলেন ভরত অরুণ।

কলকাতা নাইট রাইডার্সের হয়েও সাফল্য পেয়েছেন ভরত অরুণ। ২০২৪ সালে আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে তাঁর সাফল্য ভারতীয় দলে লিখে শেষ করা যাবে না। কেকেআরের কোচিং টিমে এ বার নানা বদল আসতে চলেছে। সহকারী কোচের দায়িত্বে থাকা অভিষেক নায়ার উইমেন্স প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সের হেড কোচ হিসেবে যোগ দিয়েছেন। কেকেআরের হেড কোচের দায়িত্ব থেকে সরেছেন চন্দ্রকান্ত পন্ডিত। এ বার বোলিং কোচ ভরত অরুণও সরলেন।

লখনউ সুপার জায়ান্টসে মেন্টর হিসেবে রয়েছেন জাহির খানের মতো প্রাক্তন পেসার। তাঁর কোচিং টিমে এ বার অভিজ্ঞ ভরত অরুণ। একঝাঁক পেসার রয়েছে লখনউ সুপার জায়ান্টসে। যদিও গত মরসুমে পেসারদের চোট সমস্যায় ভুগেছে লখনউ। ফিট হয়ে উঠলেও পারফরম্যান্সে ছাপ পড়েছিল। লখনউয়ের দায়িত্ব নিয়ে সেই পরিস্থিতি বদলে দেওয়াই প্রধান কাজ ভরত অরুণের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 6 =