মাঝে আর মাত্র একটা দিন। বৃহস্পতিবার শুরু হচ্ছে ওভাল টেস্ট। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে রয়েছে ইংল্যান্ড। লিডসে জয় দিয়ে অভিযান শুরু করেছিলেন বেন স্টোকসরা। এজবাস্টনে দুরন্ত জয় ছিনিয়ে নেয় ভারত। কিন্তু লর্ডস টেস্টে খুব কাছে পৌঁছেও হতাশা। মাত্র ২২ রানের হারে পিছিয়ে পড়ে ভারত। ম্যাঞ্চেস্টারে গত ম্যাচ জিতলেই সিরিজও নিশ্চিত হয়ে যেত ইংল্যান্ডের। ম্যাচের ৯০ শতাংশ সময় তারাই অ্যাডভান্টেজ ছিল। সেখান থেকে ব্যাটিংয়ে মহাকাব্যিক পারফরম্যান্স। ড্র করে সিরিজও জিইয়ে রেখেছে ভারত। ওভাল টেস্ট জিতলে সিরিজ হার আটকানো যাবে। তার আগেই অবশ্য ওভালের মাঠকর্মীদের সঙ্গে মনোমালিন্য টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের।
বৃহস্পতিবার শুরু ম্যাচ। প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। এই ম্যাচ ভারতের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটু এদিক ওদিক হওয়া মানেই সিরিজ হার। অন্তত সিরিজ ড্র করতেও জিততেই হবে। তেমনই সিরিজ জেতার জন্য মরিয়া চেষ্টা ইংল্যান্ডেরও। এ দিন ওভালে অনুশীলনে দেখা যায় গৌতম গম্ভীরের সঙ্গে তুমুল বচসা পিচ কিউরেটর এবং মাঠকর্মীদের সঙ্গে। সূত্রের খবর, প্র্যাক্টিসের পরিকাঠামো নিয়ে খুশি নয় ভারতীয় শিবির। সেটাই বলতে চেয়েছিলেন গৌতম গম্ভীর।
আলোচনা কিছুক্ষণেই বদলে যায় বচসায়। গৌতম গম্ভীরকেও মেজাজ হারাতে দেখা যায়। মাঠকর্মীদের দিকে আঙুল দেখিয়ে বলতে থাকেন, ‘আমাদের কী করা উচিত, সেটা আপনার বলতে হবে ন।’ পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক মাঝে আসেন। সূত্রের খবর, ওভালের গ্রাউন্ড স্টাফরা হুঁশিয়ারি দিয়েছেন গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ জানাবেন।

