নয়াদিল্লি : মঙ্গলবার সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুর নিয়ে বলেন তিনি। সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল বলে সংসদে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমি বলেছিলাম, আমাদের সঙ্কল্প, জঙ্গিদের নিকেশ করব। শাস্তি হবে। কল্পনাতীত সাজা মিলেছে। ২২ এপ্রিল বিদেশে ছিলাম। ফিরে এসেছিলাম। এসে বৈঠক ডাকি। নির্দেশ দিয়েছি, কড়া জবাব দিতে হবে।
এটা রাষ্ট্রীয় সঙ্কল্প। মোদী বলেন, নিজের ক্ষমতায় বিশ্বাস রয়েছে। সেনার ক্ষমতায় ভরসা রয়েছে। সেনাকে স্বাধীনতা দিই। বৈঠকে বলা হয়, কোথায়, কখন পদক্ষেপ করা হবে। আমরা গর্বিত যে, এমন সাজা দেওয়া হয়েছে, যে ওদের ঘুম উড়েছে।

