নয়াদিল্লি : অপারেশন সিঁদুরের সময় শতাধিক সন্ত্রাসীকে মেরেছে সুরক্ষা বাহিনী। মঙ্গলবার লোকসভায় এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, “ধর্ম জিজ্ঞাসা করে নিরীহ নাগরিকদের তাঁদের পরিবারের সামনে হত্যা করা হয়েছে। আমি এই বর্বরতার নিন্দা জানাই। যারা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি আমার সমবেদনা জানাই।”
অমিত শাহ বলেছেন, “অপারেশন মহাদেব-এ ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ পহেলগাম সন্ত্রাসী হামলায় জড়িত তিন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন লোকসভায় বলেছেন, অপারেশন মহাদেব-এ সুলেমান ওরফে ফয়জল, আফগান এবং জিবরান, এই তিন সন্ত্রাসী ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে নিহত হয়েছে। সুলেমান লস্কর-ই-তৈবার একজন এ-ক্যাটাগরি কমান্ডার ছিল। আফগান লস্কর-ই-তৈবার একজন এ-ক্যাটাগরি সন্ত্রাসী ছিল এবং জিবরানও একজন এ-ক্যাটাগরি সন্ত্রাসী ছিল। বৈসরন উপত্যকায় আমাদের নাগরিকদের হত্যাকারী তিন সন্ত্রাসীকেই নির্মূল করা হয়েছে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “পহেলগাম হামলার পরপরই আমি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেছিলাম। আমি আমার সামনে একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখেছি, যিনি তাঁর বিয়ের মাত্র ৬ দিন পরেই বিধবা হয়েছিলেন – আমি সেই দৃশ্যটি কখনই ভুলতে পারি না।”

