অবিশ্রান্ত বৃষ্টিতে বন্যা পরিস্থিতি মান্ডিতে, প্রাণ হারালেন ৩ জন

মান্ডি : হিমাচল প্রদেশের মান্ডিতে ভারী বৃষ্টিপাতের পর শহরের বিভিন্ন অংশে বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার ভোর ৪টে নাগাদ প্রবল বৃষ্টিপাতের কারণে, প্রচুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। ৩ জন মারা গিয়েছেন এবং এক মহিলা নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। বহু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মান্ডির পৌর কমিশনার রোহিত রাঠৌর বলেছেন, “ভারী বৃষ্টিপাতের কারণে, উপরের অঞ্চলের ধ্বংসাবশেষ নিম্নাঞ্চলে জমা হয়েছে। মেঘভাঙা বৃষ্টির জন্য এমনটা হতে পারে। সমস্ত আধিকারিক বর্তমানে ত্রাণ কাজে নিযুক্ত আছেন। জেল রোডের কাছে ক্ষয়ক্ষতির বিষয়ে আমরা একটি ফোন পেয়েছি। ঘটনায় বেশ কয়েকজন মারা গেছেন, আমরা ৩টি মৃতদেহ উদ্ধার করেছি।” মান্ডির ডিসি অপূর্ব দেবগন বলেন, “প্রবল বৃষ্টিপাতের ফলে জেল রোডের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেল রোডের কাছে ৩ জনের মৃত্যু হয়েছে। একজন মহিলা নিখোঁজ রয়েছেন। পুলিশ, এনডিআরএফ এবং হোমগার্ড দল তল্লাশি অভিযান চালাচ্ছে। রাস্তাগুলিও পরিষ্কার করা হচ্ছে। হাসপাতালের কাছে অনেক যানবাহন জমে আছে। হতাহতের খবর পাওয়া গিয়েছে, সেই সাথে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা বিপাশা সদনে একটি ত্রাণ শিবির স্থাপন করেছি। বিদ্যুৎ, পিডব্লিউডি, জলশক্তি এবং অন্যান্য বিভাগের আধিকারিকরা ত্রাণ সরবরাহের জন্য একসঙ্গে কাজ করছেন।”

উল্লেখ্য, বুধবার, ৩০ জুলাইয়ের পর থেকে আবহাওয়া বদলাতে পারে হিমাচল প্রদেশে। তবে, আগামী ২৪ ঘণ্টায় কুল্লু, কাংড়া ও মান্ডি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই মর্মে জারি করা হয়েছে কমলা সতর্কতা। শিমলার আঞ্চলিক আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কুল্লু, কাংড়া ও মান্ডি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও হিমাচল প্রদেশের অন্যান্য জেলাগুলিতে মাঝারি বৃষ্টিপাত হবে। ৩০ জুলাইয়ের পর আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + six =