News Update : হরিদ্বারের মনসা দেবী মন্দিরে ব্যাপক ভিড় পুণ্যার্থীদের, পদপিষ্ট হয়ে মৃত ৬

হরিদ্বার : হরিদ্বারের মনসা দেবী মন্দিরে ব্যাপক ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে প্রাণ হারালেন ৬ জন পুণ্যার্থী। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন পুণ্যার্থী। গাড়ওয়াল বিভাগীয় কমিশনার বিনয় শঙ্কর পান্ডে জানিয়েছেন, রবিবার হরিদ্বারের মনসা দেবী মন্দিরে বিশাল ভিড়ের কারণে পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে।

শ্রাবণ মাস উপলক্ষ্যে রবিবার সকালে হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পুজো দিতে ভিড় করেছিলেন অনেকে। মন্দিরটি পাহাড়ের কোলে। সিঁড়ি বেয়ে পৌঁছোতে হয় মন্দিরে। হঠাৎ ওই সিঁড়িতে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। শুরু হয় ধাক্কাধাক্কি। একে অপরের উপর পড়ে যান। তাঁদের টপকে মন্দিরে পৌঁছোতে চেষ্টা করেন অন্যেরা। তখনই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আহতদের মধ্যে একজন বলেন, “হঠাৎ, সেখানে বিশাল ভিড় জড়ো হয় এবং পদপিষ্টের ঘটনা ঘটে। এই সময় আমি পড়ে যাই এবং আমার হাত ভেঙে যায়।”

পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যুর বিষয়ে এসএসপি প্রমেন্দ্র সিং ডোবাল বলেন, “আমরা কিছু মানুষের আহত হওয়ার খবর পেয়েছি, এরপর পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়। প্রায় ৩৫ জনকে হাসপাতালে আনা হয়েছে এবং ৬ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে।

প্রাথমিকভাবে মনে হচ্ছে, মন্দিরের ১০০ মিটার নিচে সিঁড়িতে বৈদ্যুতিক শকের গুজব থেকেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। আমরা আরও তদন্ত করছি।” উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই পদপিষ্টের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =