দু’দিনের বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি

কলকাতা : দু’দিনের বঙ্গ সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ৩০ ও ৩১ জুলাই দু’দিনের সফরে আসবেন তিনি। ৩০ জুলাই বায়ুসেনার বিশেষ বিমানে কলকাতা বিমানবন্দরে নামবেন। ভারতীয় বায়ুসেনার এমআই-১৭ কপ্টারে কল্যাণীর বিএসএফ হেলিপ্যাডে নামবেন। দুপুরে বিএসএফ অফিসার্স মেসে মধ্যাহ্নভোজ সারবেন রাষ্ট্রপতি।

সূত্রের খবর, কল্যাণী এইমস-এ সমাবর্তন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানের জন্য ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এরপর বিকেলে কলকাতা বিমানবন্দর পৌঁছোবেন। সেখান থেকে সড়কপথে যাবেন দক্ষিণেশ্বর কালীমন্দিরে।

দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। সন্ধ্যার পর রাজভবনে ফিরবেন রাষ্ট্রপতি। রাতে সেখানেই থাকবেন। পরদিন অর্থাৎ, ৩১ জুলাই কয়েকজনের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। এরপর সকাল ১০টা নাগাদ তিনি কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। সেখান থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফিরবেন। রাষ্ট্রপতির সফর ঘিরে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। ভারতীয় বায়ুসেনা ও রাজ্য পুলিশ এবিষয়ে একযোগে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 5 =