কলকাতা : কেষ্টপুর ভিআইপি রোডে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক ডেলিভারি বয়ের মৃত্যু হয়েছে। নিহত যুবক অমিত মান্না, পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। সে ডেলিভারি বয়ের কাজ করতো। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বাগুইহাটি থেকে আসা ২১১ নম্বর রুটের বাসটি কেষ্টপুর মোড়ের কাছে সাইকেল আরোহী ডেলিভারি বয়কে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে যুবকটি বাসের নিচে ছিটকে পড়ে এবং সেখানে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত ট্রাফিক পুলিশ আহত যুবককে ভিআইপি রোডের পাশে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ বাসটি আটক করেছে, তবে দুর্ঘটনার পর বাসের চালক এবং কন্ডাক্টর ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ তাদের খোঁজ শুরু করেছে।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য আর.জি.কর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা বাস চালকদের অসাবধান মনোভাবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

