ফ্লোরিডা : রেসলিং দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন হাল্ক হোগান। বৃহস্পতিবার ৭১ বছর বয়সে তিনি মারা গেছেন। হাল্ক হোগানের আসল নাম টেরি বোলিয়া। হোগানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই)।
হাল্ক হোগানের অভিষেক হয় ১৯৭৭ সালে। আশির ও নব্বইয়ের দশকের সবচেয়ে জনপ্রিয় রেসলার ছিলেন তিনি। পরে বিনোদনের অন্যান্য মাধ্যমেও খ্যাতি অর্জন করেন। হোগানের প্রভাব চলচ্চিত্র, টেলিভিশন, ভিডিও গেম, মার্চেন্ডাইজ এমনকি একটি পাস্তা রেস্তোরাঁর চেইনসহ পপ সংস্কৃতির প্রতিটি কোনায় পৌঁছেছিল। ২০০৫ সালে প্রথমবার ডব্লিউডব্লিউই ‘হল অব ফেম’-এ জায়গা পেয়েছিলেন তিনি।
এদিকে ডব্লিউডব্লিউই এক্স-এ হাল্ক হোগানের মৃত্যুতে শোক জানিয়ে লিখেছে, ‘পপ সংস্কৃতির অন্যতম পরিচিত মুখ হোগান ১৯৮০-র দশকে ডব্লিউডব্লিউইকে বিশ্বব্যাপী পরিচিতি অর্জনে সহায়তা করেন। ডব্লিউডব্লিউই হোগানের পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছে।’

