কান্নুর : কান্নুর সেন্ট্রাল জেল থেকে পালাল গবিন্দাচামি নামে একচল্লিশ বছরের এক বন্দি। ২০১১ সালের শোরনুর-প্যাসেঞ্জার ট্রেন ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত হয়ে আজীবন সাজা কাটছিল সে। শুক্রবার সকালে তার পালানোর পরই গোটা রাজ্যে জারি হয় হাই অ্যালার্ট। চলছে ব্যাপক তল্লাশি।
পুলিশের তরফে জানানো হয়েছে, “জেল থেকে কীভাবে পালাল সে বিষয়ে এখনও সমস্ত তথ্য পরিষ্কার নয়। তবে চরম সতর্কতা জারি করে তল্লাশি চলছে।” জানা যাচ্ছে, গবিন্দাচামি এক হাতে জেলের ৭.৫ মিটার উঁচু প্রাচীর টপকে পালিয়েছে। প্রাচীরের উপর রয়েছে বৈদ্যুতিক তারের বেষ্টনীও।
সূত্র অনুযায়ী, জেল ব্লক-১০-এর সেলে বন্দি ছিল গবিন্দাচামি। গোপনে একটি করাতজাতীয় অস্ত্র জোগাড় করে সে তার সেলের লোহার গ্রিল কেটে দেয় এবং ভোররাতে দেওয়াল টপকে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধে ৬টার পরেও সে সেল থেকে বাইরে ঘোরাফেরা করছে।
প্রাথমিক অনুমান করা হচ্ছে, সেলে ঢোকেনি সে। পরে নিশ্চিত হয়, এই ঘটনা পরিকল্পিত এবং দীর্ঘদিন ধরেই পালানোর ছক কষছিল গবিন্দাচামি।

