নয়াদিল্লি : শুক্রবার অভিনেতা-রাজনীতিক কমল হাসান রাজ্যসভায় শপথ নিলেন। মাক্কাল নিধি মায়াম দলের প্রধান কমল হাসান তামিলে শপথবাক্য পাঠ করেন।
কমল হাসান বৃহস্পতিবার দিল্লিতে রওনা হওয়ার আগে জানিয়েছিলেন, এই সুযোগ পাওয়ায় তিনি সম্মানিত।
তিনি বলেন, জনতার আমার কাছে অনেক প্রত্যাশা রয়েছে। আমি সে সব পূরণ করব।

