ঝালাওয়াড় : স্কুল বাড়ি ভেঙে পড়ল রাজস্থানে। ঘটনায় ৪ ছাত্রের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। স্থানীয় বাসিন্দারাই উদ্ধার কাজ শুরু করেন। ঝালাওয়াড় জেলার পিপলোদির এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোদি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ঘটনা নজরে আসতেই প্রথমে স্থানীয়েরা ছুটে আসেন উদ্ধারকাজে। খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। ঘটনাস্থলে আসে দমকল এবং উদ্ধারকারী দল।
প্রশাসনিক কর্তাদের মতে, যখন দুর্ঘটনাটি ঘটে তখন শিক্ষাপ্রাঙ্গণে অন্তত ৪০ জন শিশু ছিল। এ ছাড়াও, কয়েক জন শিক্ষকও উপস্থিত ছিলেন সেখানে। আচমকা স্কুল ভবনের একতলা ধসে যায়। আর তার নীচেই আটকে পড়েন পড়ুয়া এবং শিক্ষকেরা।

