ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বোলিং বিভাগেরও। গত আইপিএলের মেগা অকশনের আগে তিন ক্রিকেটারকে রিটেন করেছিল আরসিবি। তাঁরা হলেন বিরাট কোহলি, রজত পাতিদার এবং বাঁ হাতি পেসার যশ দয়াল। চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই নানা বিপত্তি আরসিবি শিবিরে। চ্যাম্পিয়ন হওয়ার পর দিন আরসিবির সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে সমর্থকদের। আরসিবির এক ক্রিকেটারও প্রবল বিপাকে। কিছুদিন আগেই ধর্ষণের অভিযোগ উঠেছিল আইপিএলে প্রথম ট্রফি জেতা আরসিবির পেসার যশ দয়ালের বিরুদ্ধে। এ বার আরও বড় অভিযোগ। এক নাবালিকাকে ধর্ষণের এফআইআর হয়েছে যশ দয়ালের নামে।
জয়পুরে পকসো আইনে এফআইআর হয়েছে আরসিবির বাঁ হাতি পেসার যশ দয়ালের নামে। এক কিশোরীর অভিযোগ, ক্রিকেট কেরিয়ার গড়ে দিতে সহযোগিতা করবেন, এই প্রলোভন এবং ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাঁকে ধর্ষণ করেছেন যশ দয়াল। টানা দু-বছর এমনটা চলেছে বলে অভিযোগ তাঁর। জয়পুরের সাঙ্গোনর সদর থানায় যশ দয়ালের বিরুদ্ধে এফআইআর হয়েছে।
কিছুদিন আগেই উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক মহিলা অভিযোগ করেছিলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেছিলেন যশ দয়াল। এই মামলায় এলাহাবাদ হাইকোর্টে সাময়িক স্বস্তি পেয়েছিলেন। পরবর্তীতে আরও এক মহিলা একইরকম অভিযোগ তুলেছিলেন যশ দয়ালের বিরুদ্ধে। এ বার পকসো আইনে এফআইআর। জয়পুরে যে থানায় অভিযোগ হয়েছে, তাঁর ইনচার্জ অনিল জয়মন জানান, লাগাতার একই ঘটনা ঘটায় গত কাল অর্থাৎ ২৩ জুলাই সেই কিশোরী অভিষেক দায়ের করেছেন। প্রথম বার প্রলোভন দেখিয়ে যশ দয়াল যখন ধর্ষণ করেন, সে সময় কিশোরী ১৭ বছরের নাবালিকা ছিলেন। সে কারণেই পুলিশ পকসো আইনে এফআইআর করেছে।

