টিটব বিশ্বাস
নেশা বর্জন করুন, নেশা মুক্ত সমাজ গড়ে তুলেন, এই বার্তা নিয়ে ঠাকুরনগর থেকে হেঁটে কেদারনাথ যাচ্ছেন ঠাকুরনগরের দুই যুবক। ‘আত্মহত্যা কোনও সমস্যার সমাধান নয়’, এই বার্তা নিয়ে সাইকেলে দেশের ২৪ রাজ্য ঘুরে মাস খানেক আগে বাড়ি ফিরেছেন গাইঘাটার গুটড়ির যুবক সঞ্জয় বিশ্বাস। এবার তার দেখানো পথে নেশা মুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে আনুমানিক ১৯০০ কিলোমিটার পায়ে হেঁটে কেদারনাথ যাওয়ার সিদ্ধান্ত নিলেন ঠাকুরনগর কাড়োলার দুই যুবক সৌগত বিশ্বাস ও সুমন মণ্ডল। সোমবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে পুজো দিয়ে হাঁটা শুরু করেছেন তারা। তাদের যাত্রা শুরুতে তাদের পাশে ছিলেন সৌগতর মা শুক্লা বিশ্বাস ও সঞ্জয় বিশ্বাস। এই প্রথমবার তারা এমন উদ্যোগ নিয়েছেন। সৌগত বলেন, সমাজে সে ভাবে নেশার প্রভাব তাতে এই বার্তা দেওয়ার ছিল। তিনি আরও বলেন, শরীরের জোরের থেকেও মনের জোরে এই উদ্যোগ। ছেলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শুক্লা দেবী। তিনি বলেন ওরা নিজের লক্ষ্যে জয়ী হয়ে আসুক, এটাই আমার আনন্দ। সঞ্জয় বলেন,ওরা একটা দুঃসাহসিক উদ্যোগ নিয়েছে ওদের জন্য শুভেচ্ছা রইল।