ছিলেন অন্তরালে, গ্রেফতার বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল

ঢাকা : শেখ হাসিনার পতনের পর থেকেই ছিলেন অন্তরালে, অবশেষে গ্রেফতার বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে তাঁকে পাকড়াও করা হয়।

ডিবি-র যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। বাংলাদেশে ১৯-তম প্রধান বিচারপতি হিসেবে এবিএম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর।

পরের বছর (২০১১ সাল) ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর নেন। বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত-সমালোচিত এই বিচারপতির বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল। তিনি নিজে আওয়ামী আমলে নানাভাবে সুবিধাপ্রাপ্ত হয়েছেন বলে অভিযোগ। তাঁকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন প্রবীণ বিচারপতিকে ডিঙিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − one =