নয়াদিল্লি : আরও দু’টি দেশের উদ্দেশ্যে দিল্লি থেকে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে যাবেন ব্রিটেনে। সেখানে মুক্ত বাণিজ্যচুক্তিতে (এফটিএ) স্বাক্ষর করবেন। তারপর যাবেন মালদ্বীপে। প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর এই প্রথম সে দেশে যাচ্ছেন মোদী। ভারত এবং মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এই সফর গুরুত্বপূর্ণ হতে চলেছে।
২৩ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত চার দিনে দুই দেশে সফর করবেন প্রধানমন্ত্রী। ২৩ তারিখ, বুধবার তিনি রওনা হয়েছেন ব্রিটেনের উদ্দেশে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক ও আলোচনা করবেন প্রধানমন্ত্রী। তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও দেখা করবেন। ভারত এবং ব্রিটেন উভয় দেশের ব্যবসায়ী নেতৃত্বের সঙ্গেও মতবিনিময়ের পরিকল্পনা করা হয়েছে। দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর চতুর্থ ব্রিটেন সফর হবে।
এরপর প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফর ২৫ এবং ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ডঃ মোহাম্মদ মুইজ্জুর আমন্ত্রণে একটি রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী মালদ্বীপের স্বাধীনতার ৬০-তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

