কাকদ্বীপে সরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর ১০ জন

কাকদ্বীপ : দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ১১৭ নম্বর জাতীয় সড়কে, কাকদ্বীপের কাশিনগরের কাছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি সরকারি বাস যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল, উল্টোদিক থেকে একটি লরি আসছিল। কাশিনগরের কাছে লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দে এলাকার মানুষজন ছুটে আসেন ঘটনাস্থলে। ঘটনায় গুরুতরভাবে জখম হয় বাস ও লরির চালক-সহ মোট ১০ জন।

স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে কাকদীপ হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। বর্তমানে প্রত্যেকে কাকদ্বীপ মহকুমা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার কারণে ১১৭ নম্বর জাতীয় সড়কে কাশিনগরের কাছে চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পায় হারউড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটেছে খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 4 =