ভুবনেশ্বর : এক ছাত্রীকে ধর্ষণের দায়ে কংগ্রেস নেতা উদিত প্রধানকে গ্রেফতার করলো পুলিশ। ওড়িশার কংগ্রেসের ছাত্র সংগঠনের সভাপতি হলেন উদিত প্রধান। পুলিশ কমিশনারের দফতর থেকে জানানো হয়েছে, ভুবনেশ্বরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওড়িশার কংগ্রেস ছাত্র সংগঠনের সভাপতি উদিত প্রধানকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতার দাখিল করা অভিযোগের ভিত্তিতে, মঞ্চেশ্বর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত উদিত প্রধানকে গ্রেফতার করা হয়েছে।
কংগ্রেসের ওড়িশা ছাত্র সংগঠনের সভাপতি উদিত প্রধানকে রবিবার রাতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে মঞ্চেশ্বর পুলিশ।
এক তরুণী অভিযোগ করেছেন, উদিত এই বছরের ১৮ মার্চ একটি হোটেলে তাকে নেশাজাতীয় পানীয় খাইয়ে ধর্ষণ করেছিল। সেই অভিযোগে কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-র গুরুতর ধারায় মামলা দায়ের করেছে।

