তিতাবর (অসম) : যোরহাট জেলার অন্তর্গত তিতাবরে জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু তিতাবরের ধলি চামগুড়ি চা বাগানের বাসিন্দা সাত বছর বয়সি বৰ্ষা মুণ্ডা।
কিছুদিন ধরে জ্বরের উপসর্গে ভুগছিল বর্ষা। স্থানীয় ডাক্তার তার চিকিৎসা করছিলেন। কিন্তু কোনওভাবে জ্বরের উপসর্গ কমছে না দেখে তাকে রেফার করা হয় যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তার রক্ত পরীক্ষা করে ধরা পড়ে জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত হয়েছে সে। সে অনুযায়ী শুরু হয় চিকিৎসা।
কিন্তু ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে গতকাল শনিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে শিশুকন্যা বর্ষা মুণ্ডা।
প্রসঙ্গত, অসমের বিভিন্ন প্রান্তে জাপানিজ এনকেফেলাইটিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে গৌহাটি মেডিক্যাল কলেজ সহ রাজ্যের বেশ কয়েকটি মেডিক্যাল কলেজে জাপানিজ এনকেফেলাইটিসের রোগীর চিকিৎসা চলছে। এর মধ্যে কয়েকজনের মৃত্যুও হয়েছে।

