আবগারি কেলেঙ্কারির তদন্তে ছত্তিশগড়ে ইডি-র হানা, গ্রেফতার ভূপেশ বাঘেলের ছেলে

নয়াদিল্লি : ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের বাড়িতে ইডি-র হানা। শুক্রবার সকালে তাঁর ছেলে চৈতন্য বাঘেলের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে এই তল্লাশি চালায় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। অভিযোগ, আবগারি সংক্রান্ত কেলেঙ্কারির সঙ্গে জড়িত রয়েছেন চৈতন্য। দীর্ঘক্ষণ ধরে চলল তল্লাশি। এর পরে গ্রেফতার করা হয় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের ছেলে চৈতন্যকে। ঘটনাচক্রে শুক্রবারই জন্মদিন চৈতন্যের।

জানা গিয়েছে, ছত্তিশগড়ে মহাদেব বেটিং অ্যাপ ও আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় এজেন্সির স্ক্যানারে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী। গত ১০ মার্চ এই মামলার তদন্তে নেমে ভিলাইয়ে ভূপেশ ও তাঁর ছেলে চৈতন্যের বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। এর আগেও এই মামলায় ছত্তিশগড়ের বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও ব্যবসায়ীকে গ্রেফতার করে ইডি। তদন্তকারীদের দাবি, ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে আবগারি ক্ষেত্রে ২১০০ কোটি টাকারও বেশি অর্থ নয়ছয় হয়েছে এবং সেই টাকা আবগারি চক্রের সুবিধাভোগীরা নিজেদের পকেটে ভরেছেন।

এই দুর্নীতির সঙ্গে রাজ্যের অন্যান্য নেতা, সরকারি কর্মীদের পাশাপাশি ভূপেশ ও তাঁর ছেলেও যুক্ত রয়েছেন বলে সন্দেহ ছিল ইডি আধিকারিকদের। এই মামলাতেই শুক্রবার সকালে ভিলাই শহরে চৈতন্যর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। আর্থিক তছরুপ মামলায় চলে তল্লাশি অভিযান। ইডির দাবি, তল্লাশির সময়ে চৈতন্য তাঁদের সঙ্গে সহযোগিতা করছিলেন না। সেই মতো আর্থিক তছরুপ বিরোধী ধারায় তাঁকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =