মরসুমের প্রথম ডার্বি কবে দেখা যাবে? এতদিন পর্যন্ত সহজ উত্তর ছিল। ১৯ জুলাই কলকাতা লিগে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার কথা ছিল। দিন বহু আগে ঠিক করলেও সমস্যা ছিল ভেনু নিয়ে। কয়েক দিন আগেই জানানো হয়েছিল, কল্যাণী স্টেডিয়ামে ১৯ জুলাই কলকাতা লিগের ডার্বি হবে। হঠাৎই ডার্বি ঘিরে জটিলতা বাড়ে। পর্যাপ্ত পুলিশ পাওয়া যাবে না ওইদিন। ফলে ডার্বি পিছনো ছাড়া উপায় ছিল না বাংলা ফুটবল সংস্থার কাছে। দফায় দফায় বৈঠক। অবশেষে ডার্বির নতুন তারিখও জানিয়ে দেওয়া হল।
বাংলা ফুটবল সংস্থার তরফে কিছুক্ষণ আগেই জানানো হয়েছে, ২৬ জুলাই ডার্বি হবে কল্যাণী স্টেডিয়ামেই। নদীয়া জেলা পুলিশ আধিকারিক, আইএফএ এবং উত্তর ২৪ পরগণা জেলা সংস্থার শীর্ষকর্তারা এই নিয়ে দফায় দফায় বৈঠক করেন। এরপরই সিদ্ধান্ত হয় ডার্বি পিছনোর। ১৯ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুলাই কল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘ভেনু পরিবর্তন করে একই দিনে ডার্বি করতে গেলে প্রবল সমস্যা হত। সে কারণেই সিদ্ধান্ত নেওয়া হল ২৬ জুলাই ডার্বি করার।’ কেন পিছনো হল সে প্রসঙ্গে বলেন, ‘সময়টা এত কম থাকায় পুলিশ নিরাপত্তা নিয়ে সমস্যা ছিল। সমর্থকরা যাতে মাঠে আসে, তাদের কোনও সমস্যা না হয় সেটাই লক্ষ্য ছিল। তাই পুলিশের সঙ্গে কথা বলেই নতুন তারিখ ঠিক করা হয়েছে।’

