বৈভব সূর্যবংশী এখন আর অপরিচিত নাম নয়। ভারতীয় ক্রিকেটই শুধু নয়, বিশ্ব ক্রিকেটেও অনেকটা পরিচিতি গড়ে তুলেছেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। আইপিএলের ১৮তম সংস্করণে রাজস্থান রয়্যালস তাঁকে দলে নিয়েছিল। খেলানো হবে কি না, এ নিয়ে বিস্তর আলোচনা চলছিল। অবশেষে খেলানো হয় তাঁকে। আর রেকর্ডও গড়েন। সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলা এবং সেঞ্চুরির রেকর্ড। শুধু তাই নয়, ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও বৈভবের দখলেই। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের হয়ে ইংল্যান্ড সফরে রয়েছেন বৈভব। ওয়ান ডে-তে ভালো খেলেছেন। লাল-বলের ক্রিকেটেও দাপট বৈভবের।
বেকেনহ্যামে যুব টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভরসা দিতে পারেননি বৈভব। দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি প্লাস স্কোর করেন। ম্য়াচটি ড্র হলেও বৈভবের পারফরম্যান্স প্রশংসা কুড়িয়ে নিয়েছে। শুধু ব্যাটেই নয়, বৈভব যে বোলিংয়েও ভরসা হয়ে উঠতে পারেন, সেই ঝলকও দেখিয়েছেন। প্রথম টেস্টে দুটি উইকেট নিয়েছেন বৈভব। টেস্ট ক্রিকেটে একটি বিশেষ রেকর্ডও গড়েছেন বৈভব সূর্যবংশী।
আইপিএলে নানা রেকর্ড গড়েই ছিলেন। প্রথম যুব টেস্টের প্রথম ইনিংসে জোড়া উইকেটেই রেকর্ড। অনূর্ধ্ব ১৯ টেস্টে সর্বকনিষ্ঠ হিসেবে উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। এর আগেও এই রেকর্ড ছিল এক ভারতীয় ক্রিকেটারের দখলেই। ১৫ বছরে যুব টেস্টে উইকেট নিয়েছিলেন মণীষ। বৈভবের বয়স মাত্র ১৪। ভারতীয়র রেকর্ড ভেঙেছেন আর এক ভারতীয় ক্রিকেটার বৈভব সূর্যবংশীই।

