অমিতাভ বচ্চনের হাত ধরে ফিরছে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ র সিজন ১৭

মুম্বই : মেগাস্টার অমিতাভ বচ্চন কেবল সিনেমাতেই নয়, টেলিভিশন জগতেও জনপ্রিয় মুখ। তাঁর জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ র প্রতিটি সিজন দর্শকদের মন ছুঁয়েছে। এবার ফিরছে ‘কৌন বনেগা ক্রোড়পতি – সিজন ১৭’ । এবারের সবথেকে বড় আকর্ষণ হল ,এবারও অমিতাভ বচ্চন নিজেই শো -টির উপস্থাপক।

সমাজ মাধ্যমে সম্প্রতি অনুষ্ঠানটির প্রোমো প্রকাশিত হয়েছে, যা দেখে দর্শকমহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই জনপ্রিয় কুইজ শোটি ১১ আগস্ট, ২০২৫ থেকে প্রতি সোম থেকে শুক্রবার রাত ৯ টায় সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সনি লাইভে সম্প্রচারিত হবে। অভিষেক বচ্চন তাঁর সমাজ মাধ্যম পোস্টে আনন্দ মূহর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে ,”দ্য বস ইজ ব্যাক!”

উল্লেখ্য, অমিতাভ বচ্চন ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৭’ কে সঙ্গে নিয়ে ছোট পর্দায় ফিরছেন, অন্যদিকে সলমান খানও আগস্টের শেষের দিকে ‘বিগ বস ১৯’ এর মাধ্যমে জিও সিনেমায় ফিরতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + four =