বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ, আটক ৩৪ ভারতীয় মৎস্যজীবী

কলকাতা : আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশ নৌবাহিনী। রবিবার গভীর রাতে মোংলা বন্দরের কাছাকাছি বঙ্গোপসাগরের এলাকায় তাদের আটক করা হয়েছে।

নৌবাহিনী সূত্রে জানা গিয়েছে, ধৃতদের সঙ্গে ছিল দু’টি ভারতীয় ট্রলার ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’। কয়েক দিন আগেই ট্রলার দু’টি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে সমুদ্রে পাড়ি দিয়েছিল।

বাংলাদেশের নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘন করে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়ে। তার পর গভীর রাতে বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিলেন আটক মৎস্যজীবীরা। নজরদারির সময় বাংলাদেশের নৌবাহিনীর টহলদারি জাহাজ থেকে ট্রলারগুলির গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। তার পর সেগুলিকে ধাওয়া করে আটক করা হয়। আপাতত ওই দু’টি ট্রলার এবং ৩৪ জন মৎস্যজীবীকে মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 13 =