অমরনাথের উদ্দেশ্যে রওনা তীর্থযাত্রীদের চতুর্দশ দল

জম্মু : কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ৬ হাজার ৩৮৮ জন তীর্থযাত্রীর চতুর্দশ দল মঙ্গলবার জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস ত্যাগ করে পবিত্র অমরনাথ গুহা অভিমুখে রওনা হয়েছে।

মঙ্গলবার ভোরে ২৪৮টি গাড়ির শোভাযাত্রায় রওনা হয়েছেন তীর্থযাত্রীরা। এদিকে ২ হাজার ৫০১ জন তীর্থযাত্রী এদিন ভোরে বালতাল বেস ক্যাম্প এবং ৩ হাজার ৮৮৭ জন পহেলগাম বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

সেখান থেকে তারা পবিত্র গুহার উদ্দেশ্যে পরবর্তী যাত্রা শুরু করবেন। অমরনাথের যাত্রাপথে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটোই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − nine =