বাঁকুড়া : বিষ্ণুপুর মহকুমায় তিন দিনের ব্যবধানে ফের ধর্ষণের অভিযোগ। এবারে বাঁকুড়ার ইন্দাসে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ করে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি, তিন মাস আগে শিশুটিকে একা পেয়ে যৌন নির্যাতন করে অভিযুক্ত।
তখন শিশুটি কিছু বলতে না পারায় বিষয়টি স্পষ্ট হয়নি। সম্প্রতি অভিযুক্ত ওই ভিডিও ছড়িয়ে দিলে পরিবারের নজরে আসে ঘটনা। থানায় অভিযোগ দায়ের হতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ধৃতের বিরুদ্ধে পকসো ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। কড়া শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। এর আগে বিগত শুক্রবার বিষ্ণুপুরে জমিতে ধান রোয়ার সময় ধর্ষণের শিকার হন এক জনজাতি তরুণী। তরুণীকে ভর্তি করা হয় বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। এই ঘটনার পরেই বিষ্ণুপুর থানার দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার পরিবার। পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্তকে। গ্রামের দুই মহিলার সঙ্গে বৃহস্পতিবার বিষ্ণুপুর থানা এলাকার বছর ৩২ তরুণী গ্রাম লাগোয়া জমিতে ধান রোয়ার কাজ করতে গিয়ে ছিল। দুপুরে অন্য দুই মহিলা বাড়ি চলে যান। সেসময় সেখানে স্থানীয় তিন যুবক তরুণীর ধর্ষণ করে।

