ভিভ রিচার্ডসের সর্বকালের রেকর্ড ঋষভ পন্থের দখলে !

ফরম্যাট যাই হোক, বিধ্বংসী ব্যাটিংই দেখা যায় ঋষভ পন্থের। ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজ শুরু হয়েছিল হার দিয়ে। লিডসে ভারতের দুই ইনিংস মিলিয়ে মোট পাঁচটি সেঞ্চুরির পরও হার। দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন পন্থ। এজবাস্টনে অবশ্য ঘুরে দাঁড়িয়েছিল ভারতীয় দল। ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছিল। এ বার লর্ডসে জিতে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য ভারতের। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছেন লোকেশ রাহুল। ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে ভারতও একই রান করেছে। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ঋষভ পন্থও। আর এতেই রেকর্ডও গড়েছেন। ছাপিয়ে গিয়েছেন কিংবদন্তি ভিভ রিচার্ডসকে।

লর্ডসে প্রথম ইনিংসে ঋষভ পন্থ যে ভাবে ব্যাটিং করছিলেন, মনে হয়েছিল সিরিজের তৃতীয় সেঞ্চুরিটা আসতেই পারে। লোকেশ রাহুলকে স্ট্রাইক দিতে চেয়েছিলেন। যদিও ডিরেক্ট থ্রোয়ে অল্পের জন্য রান আউট হন। প্রথম ইনিংসে ৭৪ রান করেছিলেন পন্থ। এই ইনিংসে ৮টি বাউন্ডারি এবং দুটি ছয়ও মেরেছেন। আর এতেই রেকর্ড গড়েছেন ভারতের কিপার ব্যাটার।

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ছিল ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের দখলে। যা এখন ঋষভ পন্থের দখলে। ইংল্যান্ডের বিরুদ্ধে সব মিলিয়ে ৩৬টি ছয় মেরেছেন ভারতের এই কিপার ব্যাটার। কিংবদন্তি ভিভ রিচার্ডস ইংল্যান্ডের বিরুদ্ধে মেরেছিলেন ৩৪টি ছয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =