উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন আহত হয়েছেন। ইটাহার ও কালিগঞ্জ এলাকায় রবিবার এই ঘটনাগুলি ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুর ১২টার দিকে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে যায় এবং প্রবল ঝড়ের সাথে বৃষ্টি শুরু হয়। এই সময় বজ্রপাতও শুরু হয়। ইটাহারের রামডাঙ্গা এলাকায় মাঠে কাজ করা এক কৃষক হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। নিহতের নাম জিতন বর্মণ (৫০)। একই ঘটনায় রামডাঙ্গার বাসিন্দা অতুল বর্মণ (৪০) এবং নির্মল বর্মণ (৪৫) নামে আরও দুইজন আহত হয়েছেন।
কালীগঞ্জেও বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম ভূপাল দেব শর্মা (৬০) এবং রুমা সরকার (২৮)।
স্থানীয়রা জানিয়েছে, ভূপাল দেব শর্মা মাঠে কাজ করছিলেন, রুমা সরকার মাঠ থেকে গবাদি পশু নিয়ে বাড়িতে ফিরছিলেন। সেই সময় হঠাৎ বজ্রপাতে তাদের দুজনেরই মৃত্যু হয়।
জেলা প্রশাসনের আধিকারিকরা নিহতদের পরিবারকে সহায়তা প্রদানের প্রক্রিয়া শুরু করেছে এবং আহতদের চিকিৎসা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে খারাপ আবহাওয়ার সময় সতর্ক থাকার এবং নিরাপদ স্থানে থাকার জন্য জনগণকে আবেদন করা হয়েছে।

