বল পরিবর্তন নিয়ে লাগাতার বিতর্ক, সলিউশন দিলেন জো রুট

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে এ বার অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বল। ডিউক বল সাধারণত এমন দেখা যায় না। কিন্তু এ বার বল নিয়ে নানা প্রশ্ন উঠছে। দ্রুতই তা নরম হয়ে যাচ্ছে, আকৃতিও পরিবর্তন হচ্ছে। যে কারণে বারবার বল বদলাতে হচ্ছে। এতে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাচ্ছেন ব্যাটাররা। স্বাভাবিক ভাবেই ফিল্ডিং টিম প্রতিবাদ করছে। এই নিয়ে বেশ কয়েক বার বিতর্ক হয়েছে। আবার এমনও দেখা গিয়েছে, বোলিংয়ে সমস্যা হওয়ায় ফিল্ডিং টিম বল পরিবর্তনের আবেদন করছে। আম্পায়ারের সঙ্গে তর্কেও জড়াতে দেখা গিয়েছে। এই ঘটনায় মুখ খুললেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট।

টেস্টে একটি বল দিয়ে ইনিংস শুরু হয়। নিয়ম অনুযায়ী, ৮০ ওভারের পর নতুন বল নেওয়া যায়। ফিল্ডিং টিম চাইলে আরও দেরী করেও নিতে পারেন। তবে ব্যাটিং টিমের অসুবিধা হলে তখন আম্পায়ার সিদ্ধান্ত নিতেই পারেন। যদিও এ বারের বিষয়টা অন্য। দ্রুত বলের আকৃতি নষ্ট হওয়া এবং নরম হওয়ার ফলে অনেক বারই বল বদলের আবেদন উঠছে। এই নিয়েই সলিউশন দিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন তথা তারকা ব্যাটার জো রুট।

লর্ডসে সেঞ্চুরি করেছেন রুট। কেরিয়ারে ৩৭তম টেস্ট সেঞ্চুরি। বল বিতর্কে রুট বলেন, ‘আমি ব্যক্তিগত ভাবে মনে করি, বারবার বল পরিবর্তনের চেয়ে প্রতিটা টিমকে ৮০ ওভারের মধ্যে তিন বার চ্যালেঞ্জ করার নিয়ম করা হোক। এটা থেকে একটা সুরাহা হতে পারে। অনেক সময় বল পরিবর্তন করতে হয়।’ বারবার বল পরিবর্তনের কারণে যে শুধু বিতর্কই হচ্ছে তা নয়। এতে সময়ও যাচ্ছে, যে কারণে ওভার রেটও কমছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + six =