নয়াদিল্লি : স্বস্তি পেল তৃণমূল কংগ্রেস। দলের ১০ নেতাকে বেকসুর খালাস করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। নির্বাচন কমিশন দফতরের বাইরে ২০২৪ সালের বিক্ষোভের সঙ্গে জড়িত ১০ তৃণমূল কংগ্রেস নেতাকে বেকসুর খালাস দিয়েছে রাউস অ্যাভিনিউ আদালত।
ডেরেক ও’ব্রায়ান, মহম্মদ নাদিমুল হক, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, আবীর রঞ্জন বিশ্বাস, অর্পিতা ঘোষ, দোলা সেন এবং বিবেক গুপ্তা-সহ ১০ নাটকে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১৮৮, ১৪৫ এবং ৩৪-এর অধীনে বেআইনি সমাবেশ এবং জনসাধারণের আদেশ অমান্য করার অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে।
২০২৪ সালের এপ্রিলে নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভের মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়ান-সহ ১০ জনকে খালাস দিয়েছে। এই মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। ৮ এপ্রিল, ২০২৪ তারিখে নির্বাচন কমিশনের বাইরে বিক্ষোভ সংক্রান্ত মামলায় আদালত ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, দোলা সেন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ, বিবেক গুপ্তা, অর্পিতা ঘোষ, ডঃ শান্তনু সেন, আবীর রঞ্জন বিশ্বাস, সুদীপ রাহাকে সমন জারি করেছিল।

