ভাদোদরা : গুজরাটের ভদোদরা জেলায় মহিসাগর নদীর উপর নির্মিত গম্ভীরা সেতুর একটি অংশ আচমকাই ভেঙে পড়ল। বুধবার সকালে সেতু ভেঙে কমপক্ষে ৪টি গাড়ি নদীতে পড়ে যায়। ভদোদরা ও আনন্দকে সংযুক্তকারী মহিসাগর নদীর উপর গম্ভীরা সেতুটি পাদরায় ভেঙে পড়েছে।
পাদরার পুলিশ পরিদর্শক বিজয় চরণ জানিয়েছেন, সকাল সাড়ে ৭টা নাগাদ রাজ্য মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। সেতু ভেঙে পড়ার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
সেতু ভেঙে পড়ায় দু’টি ট্রাক এবং দু’টি ভ্যান নদীতে পড়ে যায়। সড়ক ও ভবন বিভাগের সচিব পি আর পাটেলিয়া বলেন, “গম্ভীরা সেতুর ক্ষতির তথ্য আমাদের কাছে এসেছে, যার ফলে দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে বিশেষজ্ঞদের একটি দল পাঠানো হয়েছে।” ভদোদরায় সেতু ভেঙে পড়ার ঘটনায় কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। প্রায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

