সৌরভ গঙ্গোপাধ্যায়ও কি জাতীয় দলের কোচ হতে পারেন?

ভারতীয় ক্রিকেট এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। অস্বস্তি কিছুটা কাটছে। সদ্য এজবাস্টন টেস্ট জিতেছে ভারত। এই প্রথম এজবাস্টনে জয়ের ইতিহাস গড়েছে ভারতীয় দল। ক্যাপ্টেন শুভমন গিলের নেতৃত্বে সেই ইতিহাস। টেস্ট ক্যাপ্টেন হিসেবে তাঁর প্রথম জয়। ম্যাচের সেরাও। কিন্তু তেমনই বড় স্বস্তি কোচ গৌতম গম্ভীরের জন্যও। ভারতীয় দলের হেড কোচ হওয়ার পর টেস্টে তাঁর পারফরম্যান্সে নজর ছিল। এজবাস্টনের জয় অনেকটা আত্মবিশ্বাস দেবে গৌতম গম্ভীরকেও। সিরিজের ফলের উপরও অবশ্য অনেক কিছু নির্ভর করছে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ও কি জাতীয় দলের কোচ হতে পারেন? সেই সম্ভাবনা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়নি।

গৌতম গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল শ্রীলঙ্কা সফর। তবে সেটা সাদা বলে। টেস্টে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ। সেখানে ২-০ জয়। কিন্তু নিউজিল্যান্ডের কাছে ০-৩ ক্লিনসুইপ, অস্ট্রেলিয়ায় মাত্র এক ম্যাচে জয়। অনেকেই মনে করছেন, গম্ভীর আইপিএল এবং সাদা বলের কোচ হিসেবেই ভালো। টেস্টে অন্য কাউকে কোচ করা উচিত। ২০২৭ ওয়ান ডে বিশ্বকাপ অবধি কোচ থাকছেন গৌতম গম্ভীর। এরপর?

গত কাল, অর্থাৎ মঙ্গলবার ছিল সৌরভের জন্মদিন। বাংলা ক্রিকেট সংস্থার তরফে সেলিব্রেশন করা হয়। সেখানেই ভারতীয় দলের কোচ হওয়া নিয়ে সৌরভকে প্রশ্ন করা হয়। মহারাজ বলেন, ‘ইচ্ছে’ তো অনেক কিছুই থাকে, তবে বাস্তবটা আলাদা হয়। আমি কোচ হতে চাই কি না! দেখা যাক। এখনও অবধি কিছুই জানি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =