কলকাতা : ৯ আগস্ট আর জি কর কাণ্ডের এক বছর। তার আগের রাত, ৮ আগস্ট ফের রাত জাগবেন জুনিয়র ডাক্তাররা। মশাল হাতে মিছিল করবেন কিঞ্জল-অনিকেত-দেবাশিসরা।
৮ আগস্ট মধ্যরাতে রাস্তায় নামছেন জুনিয়র ডাক্তাররা। ওই দিন তাঁরা রাত ১২টা নাগাদ শ্যামবাজারে জমায়েতের ডাক দিয়েছেন। সেখান থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মশাল হাতে মিছিল হবে। সকলকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেবাশিসরা।
আর জি কর কাণ্ডের এক বছরে ৮ ও ৯ অগাস্টের মাঝে ফের ‘রাত দখল’-এর ডাক দেওয়া হয়েছে। সেদিনই কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত মশাল মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা। এরপর রাত ১২টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত পথে থাকবেন। শিল্পী থেকে নাগরিক সমাজ – সকলকে সেই মিছিল এবং কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
জুনিয়র ডাক্তারদের স্পষ্ট বার্তা, “থ্রেট কালচারের বিরুদ্ধে সবাইকে রাস্তায় নামতেই হবে। আমরা চাই শুধু চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী নন, সাধারণ মানুষ, সমাজের সমস্ত স্তরের মানুষও যেন এই প্রতিবাদে সামিল হন।”
৯ অগাস্ট রাখী। সেদিন সকালে রাখীবন্ধনের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়ানোর পরিকল্পনা রয়েছে জুনিয়র ডাক্তারদের। পরে বিকেলে আর জি কর মেডিক্যালে ফের জমায়েতে ডাক দিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৮ আগস্ট রাত ১২টা থেকে ভোর চারটের মধ্যে আর জি কর হাসপাতালের সেমিনার রুমে ডাক্তারি ছাত্রীকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছিল। মৃতদেহ উদ্ধার হয়েছিল তাঁর। সেই স্মৃতিকে উসকে দিতেই এই পরিকল্পনা।
এদিনের সাংবাদিক সম্মেলন থেকে নিজেদের কর্মসূচির কথা ঘোষণা করেন দেবাশিস হালদার।

